চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: বিপ্লবী ছাত্র পরিষদের তীব্র নিন্দা

1 Min Read
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: বিপ্লবী ছাত্র পরিষদের তীব্র নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র পরিষদ। একই সঙ্গে দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার চবি শাখার আহ্বায়ক ইফতেখার আবির ও সদস্য সচিব শেখ হামিম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, “রোববার সকালে শাটল ট্রেন ষোলশহরে অবস্থানকালে কিছু ছিনতাইকারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী ধারাল ব্লেডের আঘাতে মারাত্মক আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “৫ আগস্টের পর থেকে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত হামলার ঘটনা দেখা যায়। এসব ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মনে নিরাপত্তাহীনতার শঙ্কা সৃষ্টি করছে। এছাড়া শাটল ট্রেনে ছিনতাই, সন্ত্রাসী হামলা ও পাথর নিক্ষেপের মতো ঘটনা নতুন নয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

বিপ্লবী ছাত্র পরিষদ আরও জানায়, শাটলে হামলাকারী দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা, শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বগিতে নিরাপত্তারক্ষী নিয়োগ, ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর
ক্যাম্পাস বুলেটিন ডেস্ক রিপোর্ট

Share this Article
Leave a comment