জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি প্রদান

Asifbd
1 Min Read
jahangirnagar university 730a65c962516ff696494bd6a3dd6993

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ছয় নেতাকে বহিষ্কার এবং তিন জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক, সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মারজুক ও ইকবাল হোসেন। অব্যাহতি প্রাপ্তদের মধ্যে সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম ও হাসিব বিন আব্দুল হাই অন্তর্ভুক্ত।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আহ্বায়ক কমিটির জরুরি সভায় পদবঞ্চিতরা হট্টগোল ও ভাঙচুর করে, যার ফলে সভাটি স্থগিত করা হয়। গত ৮ জানুয়ারি ছাত্রদল জাবি শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যার আহ্বায়ক হয়েছেন জহির উদ্দিন বাবর।

Share this Article
Leave a comment