ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুতা নিক্ষেপ প্রতিযোগিতা

Asifbd
1 Min Read
du b 20250104160444

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে একটি বিতর্কিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের একটি প্লাটফর্মের উদ্যোগে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ছাত্রলীগের অন্যান্য নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদের আওয়াজ তুলেন, যেমন, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই’, এবং ‘হাসিনা/সাদ্দাম/কাদের/শয়নের গালে গালে, জুতা মারো তালে তালে’।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীরা সর্বোচ্চ ৩টি জুতা একসঙ্গে নিক্ষেপ করতে পারতেন। যারা টানা তিনবার নেতাদের ছবিতে জুতা লাগাতে সক্ষম হতেন, তাদের পুরস্কার হিসেবে একটি ‘মোজো’ দেওয়ার ব্যবস্থা ছিল।

এ আয়োজকদের মধ্যে মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীদের ওপর নিপীড়ন করেছে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ প্রকাশ করছি এবং ইতিহাসের পাতা থেকে তাদের কার্যকলাপের চিত্র তুলে ধরতে চাই।”

এদিকে, আয়োজকরা জানান, তারা শুধু জুতা নিক্ষেপের মধ্য দিয়ে প্রতিবাদ করেনি, বরং কুশপুতুল দাহের মাধ্যমে আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং শহীদদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে।

এই কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতির প্রতি একটি পরিষ্কার বার্তা প্রদান করছে।

Share this Article
Leave a comment