বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে চূড়ান্ত ভর্তি শেষে ৭৭টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭৭টি আসন পূরণ হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭০। এর মধ্যে ক ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৩৭ টি, খ ইউনিট (মানবিক) ২০ টি এবং গ ইউনিটে ২০টি আসন ফাঁকা আছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কর্মকর্তা জানান, কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। যারা বিষয় নির্ধারণে মেধায় এগিয়ে থাকবে, তারাই শূন্য আসনে ভর্তির সুযোগ পাবে। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ১৬ হাজার ৪০৯ জন।