রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন। পোষ্য কোটা ইস্যুতে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে অবমাননাকর আচরণের অভিযোগ তুলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “মাননীয় উপাচার্য মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে আমি পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করলাম।”
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেছিলেন, “যেভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি মানতে বাধ্য করা হলো, এটি আমি মেনে নিতে পারছি না। এর প্রতিবাদে আমি পদত্যাগের ঘোষণা করছি।”
অধ্যাপক ড. সাইফুল ইসলাম আরও অভিযোগ করেন, “গত দুই মাস ধরে গুটিকয়েক ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ করছে, যা মেনে নেওয়ার মতো নয়।”
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানের জন্য ১% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হলে, ২ জানুয়ারি শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। এই পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন।