বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আয়োজনে ৮ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে উৎসবটির উদ্বোধন করা হয়। এই উৎসব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকবে।
উৎসবের স্থলে উপভোগ্য পরিবেশ তৈরি করতে কাপড়ের ছাউনির নিচে প্যান্ডেল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ এবং প্রকাশনার স্টল সাজানো হয়েছে। শিক্ষার্থীরা সেখানে বই, ডায়েরি, ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, চাবির রিং, কলমসহ নানা সামগ্রী ক্রয় করতে পারছেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবীর সঙ্গে কথা বলে জানা যায়, “আজ আমি ক্লাসের পর এখানে এসে দেখলাম ছাত্রশিবিরের আয়োজন। এখানে ২৪শে বিপ্লবসহ তাদের বিভিন্ন প্রকাশনার বই রয়েছে, যা অল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
প্রকাশনা উৎসব সম্পর্কে রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ জানান, “ফ্যাসিস্ট সরকারের কারণে পূর্বে আমাদের এমন কোন অনুষ্ঠান করার সুযোগ ছিল না। এবার আমরা প্রকাশনাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করেছি। এবছরের বিশেষ বিষয় হলো ছাত্র-জনতার জুলাই বিপ্লব। আমাদের প্রকাশনাগুলোতে কুরআন-হাদিসের বানী ও বিখ্যাত ব্যক্তিদের উক্তি রয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে ইসলামি মূল্যবোধ সৃষ্টি করে।”