শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃপক্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি করাতে চাচ্ছে। তবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
২ জানুয়ারি, শাবি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি চিঠি দেয়, যাতে বলা হয় যে জিএসটি কর্তৃপক্ষ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা অযৌক্তিক ও শিক্ষার্থীর স্বার্থবিরোধী।
অধ্যাপক ড. সাজেদুল করিম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, “একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ফোরাম হলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।” তারা ফাঁকা আসন পূরণের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জিএসটি কর্তৃপক্ষকে অনুরোধ করে।
বর্তমানে শাবিতে ১,৫৬৬টি আসনের মধ্যে ১,৫২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফলে ৩৯টি আসন ফাঁকা রয়েছে। কোটার ১০৫টি আসনের মধ্যে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান জানান, অন্য বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনের মাধ্যমে আসা এবং অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।