রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একাধিক শিক্ষার্থী।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় এ অবস্থান কর্মসূচির শুরু হয়। অবস্থানকারীরা জানান, চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবি তাঁদের। এ দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন তাঁরা।
অবস্থানকারীদের একজন জানান, “আমাদের দাবিটি যুক্তিসঙ্গত। এখন অনেকেই চাকরির জন্য আবেদন করছেন কিন্তু বয়স সীমার কারণে বাদ পড়ছেন। এই দাবি পূরণ না হলে আমাদের ভবিষ্যত নষ্ট হবে।”
গত ২২ সেপ্টেম্বর সরকার ঘোষণা করে যে বয়স সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, যা বিক্ষোভের সূত্রপাত ঘটায়। এরপর, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একটি সরকারি কমিটি ৩০ সেপ্টেম্বর গঠন করা হয়। এই কমিটি সম্প্রতি ৩৫ বছর বয়স সীমা এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে। এই সুপারিশের পেছনে রয়েছে মহামারীর প্রভাব, শিক্ষার ধারাবাহিকতায় বিঘ্ন ঘটানো এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপের মতো বিষয়।
এই সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা পাস হলে বিদ্যমান আইন ও বিধিতে সংশোধন প্রয়োজন হবে। কমিটির এই সুপারিশকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে এবং সময়ে সময়ে এটি পর্যালোচনা করা হবে।
এই সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে তারা তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন।