‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’—চবিতে আগ্রাসনবিরোধী ছাত্র ঐক্যের মানববন্ধন

সিবি ‍ডেস্ক
2 Min Read
iskon 20241129092248
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগ্রাসনবিরোধী ছাত্র ঐক্যের উদ্যোগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন আয়োজিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। স্লোগানগুলোতে উঠে আসে—
‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও’,
‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’,
‘ইসকন সনাতন, এক নয় এক নয়’,
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,
‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’,
‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’,
‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন,

“আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেব না। এই দেশে সংখ্যালঘুরা সুযোগ-সুবিধা পেয়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে গেছে। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা ইসলামপন্থি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমাদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।”

 

মানববন্ধনে শিক্ষার্থী মোহাম্মদ সাকিব অভিযোগ করেন,

“সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের জঙ্গিরা। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ইসকনের বিরুদ্ধে লেখালেখি করতেন। যে কারণে তাকে খুন হতে হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

পটভূমি

চট্টগ্রাম জেলা কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে দেশব্যাপী চলছে আলোচনা ও ক্ষোভ। ইসকনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ছাত্র সংগঠনগুলো প্রতিবাদে সোচ্চার হয়েছে।

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন মানববন্ধনকারীরা।

Share this Article
Leave a comment